Covid19 এর প্রকোপে আজ গোটা বিশ্ব স্তব্দ।মারণ এই ভাইরাসে প্রাণ গিয়েছে বহু মানুষের।প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও।প্রতিষেধক আবিষ্কার নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা।এক কথায় করোনা ঠেকাতে নাস্তানাবুদ হচ্ছে গোটা বিশ্ব ৷তবে সবকিছুকে একপ্রকার পিছনে ফেলে সবার প্রথমে ভারতে করোনা সারানোর ওষুধ আনার কথা ঘোষণা বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির ৷সেই মর্মে মঙ্গলবার বাজারে এল পতঞ্জলির ওষুধ ‘করোনিল’ ৷ বাবা রামদেবের তরফে দাবি করা হয়েছে, ৩ দিনেই নাকি ৬৯ শতাংশ করোনা আক্রান্ত সেরে উঠবে,আর ৭ দিনের মধ্যেই ১০০ শতাংশ করোনা মুক্ত আক্রান্তরা৷পতঞ্জলির এই ওষুধের দাম ৫৪৫ টাকা ৷ এই করোনা কিটে মিলছে করোনিল ট্যাবলেট।এ ছাড়াও থাকছে স্বসারি বটি এবং অনু তেল ৷
এই ওষুধ তৈরির করেছে হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট ও জয়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।উভয়ের যৌথ উদ্যোগে তৈরি করোলিনে আছে ভেষজ ১০০টি উপাদান ৷গুলঞ্চ, তুলসী ও অশ্বগন্ধার মতো বহুগুণা সম্পন্ন ভেষজ উপাদানে তৈরি হয়েছে।এই ট্যাবলেট প্রতিদিন দু’টো করে দুপর ও রাতের খাওয়ার পর গরম জল দিয়ে খেলেই মাত্র সাত দিনের সারবে করোনা।উল্লেখ্য, এই ডোজ প্রাপ্ত বয়স্কদের জন্য অর্থ্যাৎ ১৫-৮০ বয়সীদের জন্য ৷বাচ্চাদের জন্য অর্থাৎ ৬-১৪ বছরের বাচ্চাদের জন্য এই ডোজ অর্ধেক দিতে হবে।প্রসঙ্গত,এই ওষুধ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে,এই ওষুধ কোনো বৈজ্ঞানিক পরিসরে পরীক্ষা করা হয়নি,সেই ওষুধ ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন অবশ্যই উচিৎ।