Logo
News Categories
HomeEntertainmentএক শিল্পীর জীবনের গল্প নিয়ে মিউজিক ভিডিও আসছে Angel Digital এ

এক শিল্পীর জীবনের গল্প নিয়ে মিউজিক ভিডিও আসছে Angel Digital এ

এক শিল্পীর জীবনের গল্প নিয়ে মিউজিক ভিডিও আসছে Angel Digital এ

Angel digital এ পরন্তপ মুখার্জি র পরিচালনায়, প্রাজ্ঞ দত্তর কণ্ঠে ‘নতুন আবেশে’ মিউজিক ভিডিও খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য।এই মিউজিক ভিডিওতে জীবনে মানে খুঁজে পাবেন দর্শকরা। যেখানে বলা হয়েছে জীবনে যাই ঘটুক না কেন কখনই হাল ছাড়া উচিত নয়। এটি এমন একটি শিল্পীর গল্পগাথা যে তার শিল্প সত্তা বাঁচিয়ে রাখতে জীবনে কোন কিছুর সঙ্গে আপস করতে রাজি নয়। এখানে শিল্পীর শিল্পসত্তার সততার কথা বলা হয়েছে।
নতুন আবেশে মিউজিক ভিডিও তে মুখ্য চরিত্র একজন কবি ও সুরকার। বড় কর্পোরেট সংস্থা তে চাকরি পাওয়া সত্তেও সে তার লেখা ও সুর করা থেকে কিছুতেই বিরত থাকেনা। সে দৃঢ়প্রতিজ্ঞ থাকে যে সে কোনকিছুকেই তার প্রতিভা ও তার মধ্যে আসতে দেবেনা। এইভাবে তার জীবন চলতে থাকায় তার প্রেমিকা মনে করে যে তার জীবনে কোন লক্ষ্য নেই। মেয়েটি তাকে নিজেকে পরিবর্তন করতে বলে কিন্তু ছেলেটি নিজের লক্ষে অবিচল থাকে। বিয়ের আগেই তাদের বিচ্ছেদ হয়।না এরপর জানতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে Angel Digital e।

নতুন আবেশে’ মিউজিক ভিডিওতে যে সমস্ত কলাকুশলীরা রয়েছেন,
কথা, সুর ও গায়কঃ প্রাজ্ঞ দত্ত
চিত্রনাট্য ও পরিচালনাঃ পরন্তপ মুখার্জি
অভিনয়েঃ রুদ্র চৌধুরী, কস্তূরী চক্রবর্তী, শ্রীকান্ত সেন
ক্যামেরাঃ শাশ্বত আকাশ

এডিটিং -সায়ন্তন নাগ

পরিচয় পর্ব-
কস্তূরী চক্রবর্তী “নান্দিকার” নাট্যগোষ্ঠীর সদস্যা হিসাবে তিন বছর অভিনয় করেছেন। কস্তূরীর প্রথম স্বল্প দীর্ঘের ছবি রাজা ঘোষের “উড়ান” যা ২০১৮ সালে hoichoi থেকে মুক্তি পায়। ওনার প্রথম বাংলা পূর্ণ দীর্ঘের ছবি দেবায়ুশ চৌধুরীর “আড্ডা” ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে। গায়ক শান এর একটি মিউজিক ভিডিও তে উনি অভিনয় করেন যা আশা অডিও থেকে মুক্তি পায়। উনি সম্প্রতি কমল মুখার্জির “রিক্সাওলা’’ তে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন।

রুদ্র চৌধুরী দীর্ঘদিন ‘তারা’ টেলিভিশন চ্যানেল এ উপস্থাপক এর ভুমিকায় ছিলেন। এছাড়া উনি “Uber” er বিজ্ঞাপন এ অভিনয় করেছেন।

প্রাজ্ঞ দত্ত একজন পুরস্কার প্রাপ্ত সুরকার ও তথ্যচিত্র পরিচালক। তিনি নিজের সুরে ও কথায় বেশ কিছু গান করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধারাবাহিক, চলচিত্র,

পরন্তপ মুখার্জি একজন কর্পোরেট চিত্র পরিচালক। তিনি এর আগে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা এ কাজ করেছেন। এছাড়াও তিনি কিছু ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। তিনি তার কর্ম জীবনের শুরুতে একটি বড় বিজ্ঞাপন সংস্থা এ ভিডিও এডিটর হিসাবে কাজ শুরু করেন যেখান থেকে ধীরে ধীরে চলচিত্র এর ওপর তার ভালোবাসা জন্মায়।

No Comments

Leave A Comment

error: Content is protected !!