Logo
News Categories
HomeSportsCricketচলতি সপ্তাহেই প্রকাশ বিরাটদের নতুন হেডকোচের নাম

চলতি সপ্তাহেই প্রকাশ বিরাটদের নতুন হেডকোচের নাম

চলতি সপ্তাহেই প্রকাশ বিরাটদের নতুন হেডকোচের নাম

রিয়াঙ্কা রায়: বিরাটদের হেডমাস্টার হওয়ার লক্ষ্যে আবদন জমা দেওয়ার পর্ব শেষ। ইতিমধ্যেই বিসিসিআই তৈরী করেছে কয়েক নামের একটি তালিকা যার মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য নতুন কোচের নাম। জমা পরা আবেদন গুলোর মধ্যে থেকে উপযুক্ত কয়েকজনকে বেছে নিয়ে তৈরী করা হয়েছে ওই তালিকাটি। উল্লেখ্য ওই তালিকায় রয়েছে ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীর নামও।

সূত্রের খবর, ভারতীয় দলের হেড কোচের জন্য রবি শাস্ত্রী সহ ছ’জনের নাম শর্ট-লিস্ট করেছে বিসিসিআই। এছাড়া বাকি পাঁচজন হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং। এদের মধ্যে হেডকোচ হওয়ার দৌড়ে কে লক্ষ্যভেদ করতে পারবেন তা সময়ই বলবে।

প্রসঙ্গক্রমে, রবি শাস্ত্রী সম্প্রতি ঘটে যাওয়া একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে ভারতের দ্রোণাচার্যের দায়িত্বে ছিলেন। তারপরেই তাঁর কোচিংয়ের ওপর উঠে আসে নানা প্রশ্ন। লালচাঁদ রাজপুতকেও অতীতে ভারতের হয়ে কোচিং করতে দেখা গেছে। রবিন সিং পূর্বে ছিলেন ভারতের ফিল্ডিং কোচ। মাইক হেসন অতীতে নিউজিল্য়ান্ডের কোচ হিসেবে সফল ভাবে কাজ করেছেন। টম মুডি ছিলেন শ্রীলঙ্কার দায়িত্বে।

ইন্টারভিউ সেশনে কপিল দেবের নেতৃত্বাধীন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির কাছে তারা নিজেদের প্রমাণ করতে এক একটি প্রেজেন্টেশন পেশ করবেন। সব ঠিকঠাক থাকলে এই সপ্তাহের শেষেই জানা যাবে কে হবেন বিরাটদের নতুন শিক্ষাগুরু। প্রসঙ্গক্রমে, আপাতত ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে।

No Comments

Leave A Comment

error: Content is protected !!