Logo
News Categories
HomeNationalফের অগ্নিদগ্ধ রাজধানী

ফের অগ্নিদগ্ধ রাজধানী

ফের অগ্নিদগ্ধ রাজধানী

রিয়াঙ্কা রায় : দিল্লির জাকির নগরের পর এবার গান্ধীনগর মার্কেট। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় চারপাশে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ২১ টি ইঞ্জিন। তবে দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকায় লোকজন বিশেষ ওই এলাকায় তখন ছিল না। সেজন্যই হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত মেলেনি।

দেশের সবচেয়ে বড় রেডিমেড ও টেক্সটাইল পোশাকের বাজারগুলির মধ্যে অন্যতম দিল্লির গান্ধী নগর মার্কেট। বাজারের একটি বড় কাপড়ের দোকান থেকেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তৎপরতার সাথে দমকলকে খবর দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এই ভয়াবহ দূর্ঘটনার পিছনে ঠিক কি কারণ, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

পূর্ব দিল্লির সীলামপুর ও শাহদারা এলাকার ঘিঞ্জি বাজারে নানা কারখানা ও আবাসন রয়েছে। সুতরাং হতাহতের একটি আশঙ্কা থাকলেও স্পষ্টভাবে এখনও পর্যন্ত এর কোনো খোঁজ মেলেনি। সপ্তাহ খানেক আগে দক্ষিণ দিল্লির জাকির নগরে একটি বহুতল ভয়াবহ ভাবে আগুনে ঝলসে যাওয়ার ঘটনা ঘটে। মৃত্যু হয় প্রায় দশ জনের। আহতরা এখনও আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

No Comments

Leave A Comment

error: Content is protected !!