Logo
News Categories
HomeTechnologyবিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল Facebook,Whatsapp পরিষেবা-BENGAL95

বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল Facebook,Whatsapp পরিষেবা-BENGAL95

বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল Facebook,Whatsapp পরিষেবা-BENGAL95

ওয়েবডেক্স : আবার মুখ থুবড়ে পড়ল ফেসবুকের পরিষেবা। এর ফলে পৃথিবী জুড়ে অসুবিধায় পড়েছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী নেটিজেন। ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুকে দেখা দিয়েছে লগ-ইনের সমস্যা, ছবি লোডিং-এর সমস্যা। এই নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করেছেন। যাদের মধ্যে ৪ শতাংশের রয়েছে লগইনে সমস্যা। নিউজফিডে সমস্যার অভিযোগ জমা পড়েছে ৯ শতাংশ।

 তবে ইউজারদের সবচেয়ে বেশি জমা পড়েছে ছবি লোডিং সংক্রান্ত অভিযোগ যা শতাংশের হিসেবে ৮৬ শতাংশ।যদিও এই বিভ্রাট প্রসঙ্গে ফেসবুকের তরফ থেকে তাদের বিজনেস কাস্টমারদের উদ্দেশ্যে একটি পোস্ট করে ক্ষমা চাওয়া হয়েছে। সেখানে তারা স্বীকার করে নিয়েছেন যে তাদের কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল আপলোড এবং প্রেরণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।


ওই পোস্টে তারা জানিয়েছেন তাদের তরফ থেকে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
তবে এই পরিষেবাগুলির মধ্যে দেখা যাচ্ছে টেক্সট মেসেজ আদানপ্রদান করা যাচ্ছে, কিন্তু পরিষেবা ব্যাহত হচ্ছে সারা বিশ্বজুড়ে। যার মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলি। টেক্সট মেসেজ আদানপ্রদান করা গেলেও কোনরকম মিডিয়া ফাইল – তা অডিও, ভিডিও বা ইমেজ ফাইলই হোক না কেন, ডাউনলোড করা যাচ্ছে না।

কোথাও কোথাও মিডিয়া ফাইল আপলোড করা যাচ্ছে কিন্তু ডাউনলোড কোনমতেই হচ্ছে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে। এখানে এমনকি কলকাতাতেও অনেক ক্ষেত্রেই আপলোড এবং ডাউনলোড কোনওটাই করা যাচ্ছে না। পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা নজরে এসেছে বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা থেকে। ডাউনলোড করতে গেলে বারবার বলা হচ্ছে “ডাউনলোড করা যাচ্ছে না, প্রেরককে ফাইলটি আবার পাঠাতে বলুন”। প্রাপকের অনুরোধে প্রেরক আবারও ফাইল পাঠালেও মিডিয়া ফাইল কোনওমতেই রাত্রি সাড়ে এগারোটাতেও ডাউনলোড সম্ভব হচ্ছে না।
এর আগে এই বছর মার্চ মাসেই দেখা দিয়েছিল ফেসবুক বিভ্রাট। সেবারের সেই বিভ্রাটটি ছিল এখনও পর্যন্ত ফেসবুকের ইতিহাসে সবিচেয়ে দীর্ঘতম। যা পুরোপুরি স্বাভাবিক হতে ১৪ ঘন্টার বেশি সময় লেগেছিল।
No Comments

Leave A Comment

error: Content is protected !!