Logo
News Categories
HomeInternationalবলিদান চিহ্ন খোদাই করা গ্লাভস পরে পাকিস্তানের মন্ত্রীর কটাক্ষর মুখে মাহি-Bengal95

বলিদান চিহ্ন খোদাই করা গ্লাভস পরে পাকিস্তানের মন্ত্রীর কটাক্ষর মুখে মাহি-Bengal95

বলিদান চিহ্ন খোদাই করা গ্লাভস পরে পাকিস্তানের মন্ত্রীর কটাক্ষর মুখে মাহি-Bengal95

দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ম্যাচে ভারত জয় পেলেও,মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি হলো বিতর্ক। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে  সেনাবাহিনীর ‘বলিদান’ চিহ্ন খোদাই করা গ্লাভস পরেছিলেন মাহি,এরপরেই  কথা উঠতে শুরু হয়।এবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর কটাক্ষের মুখে পড়লেন ধোনি। পাকিস্তানের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক  মন্ত্রী ফাওয়াদ চৌধুরী Twitter এ লেখেন,

ধোনি ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গেছে, মহাভারতের যুদ্ধ করতে নয়।আর ভারতীয় সংবাদমাধ্যমগুলিও সেটাকে ফলাও করে দেখাচ্ছে। তাঁরা এতটাই যুদ্ধ নিয়ে মত্ত আমার মনে হয় তাঁদের এক্ষুনি সিরিয়া, আফগানিস্তান বা রাওয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া উচিত।


ভারতীয় সেনা বাহিনীর সাথে সুসম্পর্ক এবং সম্মানের খাতিরেই এবার বিশ্বকাপে  ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানান তিনি।প্রথম ম্যাচে  এমন একটি গ্লাভস ব্যবহার করেন যার উপর খোদাই করা ভারতীয় প্যারা মিলিটারি স্পেশাল ফোর্সের ‘বলিদান’ চিহ্ন।যদিও তার এই অনন্য নজির আইসিসির মতো ক্রিকেট নিয়ামক সংস্থাও    ভালো ভাবে নেয়নি। আইসিসি ভারতীয় কন্ট্রোল বোর্ডকে চিঠি দেয় ধোনির গ্লাভস থেকে এই চিহ্ন সরিয়ে দেওয়ার জন্য ।

 সূত্রের খবর সেনা বাহিনীর লোগো পরে খেলা আইসিসির নীতি বিরোধী৷যা আইসিসির চুক্তি ভঙ্গেরও সামিল৷ স্পন্সর ছাড়া অন্য লোগো পরে খেলা শাস্তিযোগ্য অপরাধ হলেও ধোনির ক্ষেত্রে সেই শাস্তির খাঁড়া  আপাতত নেমে আসছে না এমনটা জানিয়েছে ক্রিকেট নিয়মক সংস্থা।তবে দেশের মানুষের কাছে মাহি যে নজির রেখেছেন তা আপামর ধোনি ফ্যান তো বটেই,দেশবাসীর অনেকেই আপ্লুত।
No Comments

Leave A Comment

error: Content is protected !!